• Breaking News

    Monday, January 7, 2019

    মাছিমপুর কামিল মুনছুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভযাত্রা

                                            মাছিমপুর কামিল মুনছুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভযাত্রা


    লক্ষ্মীপুর দিগন্ত ডট কম, এমরান হোসেন পাটওয়ারী, ১৫ মার্চ: জেলার রামগঞ্জ উপজেলার ৫নম্বর চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর বাংলাবাজারে স্থাপিত হলো মাছিমপুর কামিল মুনছুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
    এক অজপাড়া গ্রামে আবাসিক অনাবাসিক এই মাদ্রাসাটি স্থাপন করেছেন রামগঞ্জ ডাক বাংলা জামে মসজিদের খতীব ও রায়পুর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুনছুর আহম্মেদের সুযোগ্য দুই সন্তান গ্রীস প্রবাসী মহিউদ্দিন জহির ও নাগমুদ বাজার কে আই ফাজিল মাদ্রাসার প্রভাষক জসিম উদ্দিন।
    স্থানীয়দের সার্বিক সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন ৬ শতাংশ জমির উপর স্থাপন করেন এ মাদ্রাসা ও এতিমখানাটি। এলাকার গরীব অসহায় এতিমদের সুশিক্ষিত করতে তাদের এ প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    এ উপলক্ষে গত বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
    মাদ্রাসাটি উদ্ভোধন শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, ঘনিয়া দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা জুনায়েদুল হক। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, টুমচর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্দ হারুন আল মাদানী, রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদ প্রমূখ। গ্রীস প্রবাসী মহিউদ্দিন জহির জানান, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি মাদ্রাসাটির সার্বিক সহযোগিতা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    No comments:

    Post a Comment

    About

    প্রতিষ্ঠাতা
    মোঃ মহিউদ্দিন ( জহির)
    লিসবন-পর্তুগাল.

    পরিচালক
    আলহাজ্জ মাওলানা মুনছুর আহাম্মেদ
    গ্রাম - মাছিমপুর,পোঃ কামার হাট,
    রামগঞ্জ,লক্ষীপুর।
    হাফেজ জসিমউদ্দিন
    গ্রাম - মাছিমপুর,পোঃ কামার হাট,
    রামগঞ্জ,লক্ষীপুর।

    Help

    আলহামদুলিল্লাহ্‌ মাছিমপুরের কামিল মুনছুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গন এ বায়তুর রহমান মসজিদ এর কাজ চলিতেছে -----, প্রত্যেক মুসলমান ভাইকে মসজিদের অসমাপ্ত কাজ যাতে সুন্দর ভাবে শেষ করতে পারি ,,তাই মসজিদের কাজের জন্য সহযোগিতা করার জন্য বিনীত ভাবে অনুরোধ রইল ।
    এতিমখানা
    #একাউন্ট্ নাম : কামিল মুনছুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
    #একাউন্ট্ নম্বর: ২১৮২
    জনতা ব্যাংক বাংলাদেশের লিমিটেড, রায়পুর শাখা,রায়পুর - লক্ষীপুর।
    #সরাসরি যোগাযোগ :০০৮৮০১৭১২৯৬৬৯২৩
    সবাই দোয়া করবেন আল্লাহ্ ঘর পবিত্র মসজিদের জন্য।
    আমরা যেন অল্প সময়ের মধ্যে মসজিদের কাজ শেষ করতে পারি।
    আল্লাহ আমাদের মসজিদ কে কবুল করেন। আমিন।

    Contact

    পরিচালক
    আলহাজ্জ মাওলানা মুনছুর আহাম্মেদ
    গ্রাম - মাছিমপুর,পোঃ কামার হাট,
    রামগঞ্জ,লক্ষীপুর।
    দেশে যোগাযোগের নাম্বার - ০১৭১২৯৬৬৯২৩
    ইউরোপ এ যোগাযোগ
    মোঃ মহিউদ্দিন ( জহির) প্রতিষ্ঠাতা
    লিসবন-পর্তুগাল.
    যোগাযোগের নাম্বার,- ০০৩৫১৯২০৫৫৪৬২৪
    ইমেইল-umohi87@ yahoo.com